আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-
কোটচাঁদপুর মহেশপুর ঝিনাইদহ-৩ আসনসহ জেলার ৪টি সংসদীয় আসনে সম্ভাব্য দলীয় মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার আমীর অধ্যাপক মাও. আলী আজম মোহাম্মদ আবুবকর মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেন্দ্রীয় কমিটি ঝিনাইদহ জেলার যে ৪টি সংসদীয় আসন রয়েছে তাদের সম্ভাব্য মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
মনোনীত প্রার্থীরা হলেন যারা- ঝিনাইদহ-১ আসন থেকে (শৈলকূপা নিয়ে গঠিত) শৈলকূপা উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ আসন
থেকে (ঝিনাইদহ ২টি উপজেলা সদর-হরিনাকুণ্ডু নিয়ে গঠিত) জেলা আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর,
ঝিনাইদহ -৩ আসন থেকে (ঝিনাইদহের ২টি উপজেলা কোটচাঁদপুর মহেশপুর নিয়ে গঠিত) আসনে কোটচাঁদপুর উপজেলার সাবেক আমীর অধ্যাপক মতিউর রহমান,
ঝিনাইদহ-৪ আসন থেকে (কালীগঞ্জ-সদর আংশিক নিয়ে গঠিত) কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবু তালেব। এই ৪ জনকে আগামী সংসদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।