মহেশপুরে মাল্টা খাওয়ার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ থানায় মামলা ধর্ষক পালিয়েছে

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার  কাজিরবেড় গ্রামে মাল্টা খেতে দেয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের ঘর জামাই  ফজলুর  রহমানের(৪২) বিরুদ্ধে।  ঘটনার পর পরই ধর্ষক পালিয়ে যায়। 

ঘটনাটি গত মঙ্গলবার দুপুরের দিকে সংঘটিত হয়েছে। ধর্ষণের শিকার শিশু কন্যার বাড়ীর সাথেই জনৈক  চঞ্চলের মাল্টা বাগানে ঘটনাটি সংঘটিত হয়েছে। 

ধর্ষক ফজলুর রহমান (৪২) একই গ্রামের জামাই ও কুল্লাহ গ্রামের হুরমত আলীর ছেলে। শিশুটির পিতা শুক্রবার সকালে বাদী হয়ে মহেশপুর থানায় ধর্ষণ মামলা করেছেন।
মামলা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শিশুটি প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির সাথে চঞ্চলের মাল্টা বাগনে খেলা করছিল।
বাড়ীতে কেউ না থাকায় ধর্ষক ফজলুর রহমান শিশুকে মাল্টা খেতে দেয়াার লোভ দেখিয়ে মাল্টা বাগানের ভিতরে ডেকে নেয়। সেখানে শিশুটির ওপর নির্মম ভাবে যৌন নিপীড়ন চালায়। শিশুটির ডাক্তারী পরিক্ষা ও জবাব বন্দী রেকর্ড করা হয়েছে। 
ধর্ষিতার চাচী জানায় শিশুকে জিজ্ঞাসা করলে সে জানায়, আমাকে খারাপ কাজ করে রক্ত বের করে দিয়েছে। আমরা ফজলুকে দাঁড়াতে বললে সে দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ শামীম খন্দকার বলেন,শিশুটির পিতা বাদী হয়ে ফজলুর রহমাকে আসামী করে একটি ধর্ষণ মামলা করেছেন।

তিনি আরো জানান, বাড়ী পাশাপাশি হওয়ায় মঙ্গলবার দুপুরে শিশুটিকে মালটা খেতে দেয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে চঞ্চলের মালটা বাগানে নিয়ে যায় লম্পট ফজলু।

শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ধর্ষক বাড়ী পৌঁছে দিলে পরিবারের  লোকজন  তাকে  উদ্ধার  করে   প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিশুটির জবানবন্দী ও পরীক্ষার জন্য ঝিনাইদহ কোর্টে পাঠানো হয়েছে। ধর্ষক ফজলুকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *