গঞ্জেরখবর ডেস্ক:-
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আলোচিত ও চাঞ্চল্যকর হাতকড়াসহ পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার প্রধান আসামি মোঃ হাফিজুল ইসলাম
এবং তার সহযোগী মোছাঃ সমেলা বেগমকে চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
ঘটনার পটভূমি
গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে ভুরুঙ্গামারী থানা পুলিশ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় আরাজি পাইকডাঙ্গা এলাকা থেকে মোঃ হাফিজুল ইসলাম (২২) ও তার স্ত্রী মোছাঃ সমেলা বেগমকে ১,৬০০ পিস ইয়াবাসহ আটক করে।
কিন্তু থানায় নেওয়ার পথে বাবুরহাট বাজার এলাকায় তাদের পরিবারের সদস্য ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামিদের ছিনিয়ে নেয়।
এই ঘটনায় ভুরুঙ্গামারী থানার এসআই মোহাম্মদ আরিফ মাহমুদ আপেল বাদী হয়ে দুটি এজাহারনামীয় ও ৭০-৮০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ ৬ জানুয়ারি ২০২৫)।
গ্রেফতার অভিযান
মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৭, চট্টগ্রামের কাছে আসামিদের গ্রেফতারের আবেদন করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে, পলাতক প্রধান আসামি মোঃ হাফিজুল ইসলাম চট্টগ্রামের দামপাড়া এলাকায় অবস্থান করছে।
এরপর ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১০:৪০ মিনিটে র্যাব-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, পরে চকবাজার থানার দামপাড়া মসজিদ গলি এলাকা থেকে তার স্ত্রী মোছাঃ সমেলা বেগমকেও গ্রেফতার করা হয়।
তারা দুজনই স্বীকার করেছে যে, গ্রেফতার এড়াতে তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।