ময়মনসিংহ প্রতিনিধি :
আশার প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আশা ময়মনসিংহ জেলা কার্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি ফিজিওথেরাফি ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে আশা ময়মনসিংহ জেলা কার্যালয়ে গরিব ও অসহায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
এ সময় ফ্রি ফিজিওথেরাফি ক্যাম্পে রোগিদের প্রেসক্রিপশন প্রদান, ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।
আশা ময়মনসিংহ জেলা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ভিডিপির ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মো. গাদ্দাপী।
উপস্থিত ছিলেন বিভাগীয় ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, বিভাগীয় কর্মকর্তা মো. আবু তাহের চৌধুরী, একাউন্স মনিটর অফিসার মো. তাপস মিয়া, আরএম আব্দুল মান্নান, ব্রাঞ্চ ম্যানেজার সাহিদরা আক্তার, শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডা. রোকিয়া আক্তার ও আহসান হাবিব প্রমুখ।