ঢাকা উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খাঁনের সন্ধান মিলছে না

গঞ্জেরখবর ডেস্ক:-

ঢাকা উত্তরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবকন্ঠ’র তুরাগ প্রতিনিধি রাসেল খাঁনের সন্ধান মিলছে না।

গত রাত ১১ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়।

এরপর থেকেই তার সহকর্মী সাংবাদিক বন্ধুরাসহ পরি’ বারের সদস্য স্বজনরা বৃহত্তর উত্তরার সকল থানা, ফাঁড়ি,মহানগর ডিবি কার্যালয়,হাসপাতাল–ক্লিনিকে রাতভর খোঁজাখুজি করছেন।কিন্তু কোথাও সাংবাদিক রাসেলের সন্ধান পাননি,

আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কোনো ইউনিটই তাকে আটক বা গ্রেফতারের কথা স্বীকার করছে না।

এতে সহকর্মী ও পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।পারিবারিক সূত্র জানিয়েছে,
রাসেল সাংবাদিকতার বাইরে কোনরকম রাজনীতির সাথে যুক্ত ছিলেন না।

সাম্প্রতিক সময়ে কারো সাথে রাসেলের কোনো বিরোধ থাকারও নজির নেই।

এবিষয়ে উত্তরার সাংবাদিকরা বলেছেন,গ্রেফতারের নামে নিরুদ্দেশ রাখার অপকর্ম থেকে সাংবাদিকরা রেহাই পাচ্ছেন না।

অবিলম্বে তার সন্ধান জানানোসহ এ মুহূর্তেই তার মুক্তি দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *