বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা, ১২ ফেব্রুয়ারি ২০২৫: বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি,
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ-এর আহ্বানে ১২ ফেব্রুয়ারি ভারতের গেদে ক্যাম্পে এ সভা আয়োজন করা হয়।
সভায় বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন, বিজিওএম-এর নেতৃত্বে ০২ জন অধিনায়ক ও ০৩ জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিএসএফ কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার শ্রী রাজিব প্রাতিহাস্ট উদিত-এর নেতৃত্বে ০১ জন কমান্ড্যান্ট ও ০২ জন স্টাফ অফিসার অংশগ্রহণ করেন।
সভার মূল আলোচ্য বিষয়:
সমন্বয় সভায় উভয় বাহিনী সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো:
✅ সীমান্তে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি প্রতিরোধ: উভয় বাহিনী শূন্য সীমান্ত হত্যা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়।
✅ মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ: সীমান্তে মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম বন্ধ করতে দুই দেশের সমন্বিত প্রচেষ্টা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
✅ ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও স্থাপনা: বিদ্যমান চুক্তির আলোকে সীমান্তের নির্দিষ্ট দূরত্বে কাঁটাতারের বেড়া ও যেকোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
✅ সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা ও কল্যাণ:
উভয় দেশের সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও সুন্দর জীবনযাত্রা নিশ্চিত করতে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।