ময়মনসিংহ অফিস :
আল ইসলাম ট্রাস্টের আয়োজনে আগামী কাল শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিবেন বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
তার এ মাহফিল সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলকে ঘিরে নগরীতে চলছে উৎসবের আমেজ। ইতোমধ্য রাতেই (শুক্রবার) সার্কিট হাউস মাঠে আজাহারী ভক্তদের ঢল দেখা গেছে। দুরদুরান্তের ভক্তপ্রাণ মুসলমানগণ প্যান্ডের ভিতরই নামাজ ও শোবার ব্যবস্থা করেছেন। রাতে মাহফিলের প্যান্ডের নীচে সহস্রাধিক মুসলাম পবিত্র সবে বরাতের নামাজ আদয় করেন।
আয়োজকগণ জানান, শনিবার বাদ জোহর নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে মাহফিলে বক্তব্য রাখবেন জনপ্রিয় এই বক্তা। এতে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম। মাহফিল উপলক্ষে ১০-১৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটতে পারে।
এ জন্য সার্কিট হাউজ মাঠ, জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠসহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হয়েছে। জিলা স্কুল হোস্টেল মাঠ শুধু নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই মাঠসহ বিভিন্ন পয়েন্ট ২২টি এলএডি পর্দার ব্যবস্থা করা হয়েছে।
লোক সমাগম কেন্দ্র করে তিনটি মেডিক্যাল ক্যাম্প, চার শতাধিক অজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকবে।
শুক্রবার বিকেলে সার্কিট হাউজ মাঠে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ফুলবাড়িয়া উপজেলার দেওখলা থেকে আসা আমিনা বেগম জানান, আগামী কাল মাহফিলের মঞ্চের কাছে মহিলারা আসতে পারবেন না, তাই প্রিয় হুজুরের মঞ্চটি দেখার জন্য আসলাম।
নগরীর খাগডহর এলাকার বাসিন্দা আরিফ হোসেন জানান, আজহারী হুজুরের বয়ান শুনতে খুব ভালো লাগে। এবার মাহফিলে হুজুরকে সরাসরি দেখতে পারবো। হুজুর আসার প্রতীক্ষায় আছি।
চরপাড়ার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জাহাঙ্গীর কবির জানান, মাহফিল সফল করতে সবার মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আমাদের মাদ্রাসার সব শিক্ষার্থী সেদিন মাহফিলে গিয়ে হুজুরের বয়ান শুনবেন।
তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন জানান, আজহারী হুজুরের মাহফিলে ১০-১৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি বয়ান শুনতে আসবেন।
মাহফিলে ময়মনসিংহ বিভাগের জেলা ছাড়াও আশপাশের অন্য জেলার মুসল্লিরাও আসবেন। এসব বিষয় মাথায় রেখেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আয়োজক আল ইসলাম ট্রাস্টের সদস্য মাহবুব রশিদ ফরাজি জানান, আজহারী হুজুরের মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসুল্লিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আশা করা যাচ্ছে মাহফিলে সব বয়সী মুসল্লিরা আসবেন।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, মাহফিলকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আশা করছি, কোনও ধরনের সমস্যা ছাড়াই মাহফিল শেষ হবে।