ঝিনাইদহে পরিচয় সংকটে থাকা শিশুদের নিয়ে বসন্তবরণ ও বনভোজন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:

পরিচয় সংকটে থাকা শিশুদের মানসিক বিকাশ ও আনন্দময় সময় উপহার দেওয়ার লক্ষ্যে ঝিনাইদহে বসন্তবরণ ও বনভোজনের আয়োজন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে এ আয়োজন করে ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন “শিশুদের জন্য আমরা”

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাজেরা বেগম, সাধারণ সম্পাদক মশিউল আজম মিন্টু,

ঝিনাইদহের সংগঠন সেভ ঝিনাইদহের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনে পরিচয় সংকটে থাকা শিশু ও তাদের অভিভাবকসহ প্রায় ৮০ জন অংশ নেন। শিশুদের আনন্দদায়ক মুহূর্ত উপহার দিতে নানা আয়োজন করা হয়, যার মধ্যে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, উপহার বিতরণ ও বিশেষ আলোচনা সভা।

আয়োজকদের মতে, সমাজের অবহেলিত ও পরিচয় সংকটে থাকা শিশুদের জন্য এমন আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে এবং তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে।

তারা বলেন, “শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাদের সুস্থ মানসিক বিকাশ ও সুখী জীবন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

এই উদ্যোগটি স্থানীয়দের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *