জীবননগর  বালিহুদায় মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় লিখিত অভিযোগ

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে প্রকাশ্যে মসজিদের সামনে থেকে একটি ডিসকভার-১১০ সিসি মোটরসাইকেল চুরির  ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার দুপুর ১টা থেকে ২ টার মধ্যে সংঘটিত হয়েছে।

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের স্কুলপাড়ার নজরুল ইসলাম জানান,তার মোটর সাইকেলটি শুক্রবার দুপুর একটার দিকে মসজিদের সামনে রেখে মসজিদে নামাজে ছিলেন।

পরে দুপুর দুইটার দিকে দেখা যায় ঘটনাস্থলে মোটর সাইকেলটি নেই। মোটর সাইকেলটি রেজি:নং-চুয়াডাঙ্গা-হ-১৪-৯৫৫৩।

এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে, এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এ ধরনের চুরির ঘটনা যেন আর না ঘটে, সে জন্য  এলাকাবাসীর  পাশাপাশি আইনশৃঙ্খলা   রক্ষাকারী  বাহিনীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী।

রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস শুকুর বলেন,ঘটনার ব্যাপারটি আমি শুনেছি। এ ভাবে একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তারপরও সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শহিদুর রহমান বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ব্যাপারে ইতিমধ্যেই পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *