যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্তীকরণের দাবিতে মানববন্ধন

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্তীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকে এই মানববন্ধনের আয়োজন করেন  সংক্ষুব্ধ  শিক্ষক- কর্মকর্তারা। মানববন্ধনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ডা. তারেক মুসা, ডা. রাকিবুল হাসান শাওন, শিক্ষার্থী মাহাদী মুরতাজা, সায়েদ মুহাইমিন, রমজান হোসেন, জাহিদ হাসান,

আকরামুল ইসলাম, ইউসুফ আলী, প্রকল্প কর্মচারী সোহেল, তোফাজ্জেল হোসেন সোহাগ, ফিরোজ, আবু সাঈদ, কাওসার, ঝন্টু মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৩ সালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

ভেটেরিনারি মেডিসিন অনুষদ হিসেবে অধিভুক্ত করা হয়। এরপর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে কলেজের জনবলকে যবিপ্রবির অধীনে আত্তীকরণের সুপারিশ করা হয়। এমনকি আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও একই সুপারিশ করা হয়।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যবিপ্রবি কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতিষ্ঠানটির প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ রয়েছে, যা তাদের জন্য চরম দুর্ভোগ বয়ে এনেছে।

বক্তারা দ্রুত জনবল আত্তীকরণের বিষয়টি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা বলেন, অবিলম্বে যদি সমস্যার সমাধান না করা হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *