জীবননগর বাঁকা আশতলাপাড়ায়  রাইস মিলের  বৈদ্যুতিক  ট্রান্সমিটার ও বিদ্যাধরপুরে বাগানের পেয়ারা ও তারকাটা চুরি

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বাঁকা আশতলাপাড়া থেকে রোববার দিনগত সোমবার রাতে রাইস মিলের ট্রান্স মিটার এবং

ন্দুলবাড়ীয়া  বিদ্যাধরপুর  মাঠের বাগান থেকে পেয়ারা ও তারকাটা বেড়া চুরির ঘটনা ঘটেছে।

এসব চুরির ঘটনায় জীবননগর থানায় পৃথক দু’টি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলা শহরের অদুরে বাঁকা আশতলাপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম (৬৫) জানান, তার মালিকানাধীন

“মেসার্স  নজরুল  রাইস মিল” প্রতিদিনের  মতো রোববার রাত ১০টার দিকে বন্ধ করে তিনি বাড়ি চলে যান।

তিনি পরদিন সোমবার সকাল ৬টার দিকে মিল খোলার সময় তিনি দেখতে পান, মিলের উপরের টিনসেড কেটে দুইটি
বৈদ্যুতিক কেবি (১০ কিলোওয়াট) চুরি হয়ে গেছে। চুরি হওয়া কেবি দু’টির দাম এক লাখ ৩৬ হাজার টাকা।
এ ঘটনায় তিনি হতবাক হয়ে পড়েন এবং খোঁজখবর নিয়ে জানতে পারেন,

একই রাতে তার গ্রামেরই শাহজান আলী নামের এক কৃষকের  সেচ  কাজে  ব্যবহৃত  ১০ কিলোওয়াটের একটি বৈদ্যুতিক কেবিও চুরি হয়েছে।

স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে পরিকল্পিত ভাবে এসব বৈদ্যুতিক কেবি চুরি করে নিয়ে গেছে।

 অন্যদিকে  উপজেলার  আন্দুলবাড়ীয়া  ইউনিয়নের বিদ্যাধরপুর শেখপাড়ার বাসিন্দা গৃহবধু বুলবুলি খাতুন (৫০) অভিযোগ করেছেন,

তার স্বামী  ওসমান  গনি বর্তমানে  একটি  মামলায় চুয়াডাঙ্গা জেলহাজতে রয়েছেন।স্বামীর অনুপস্থিতিতে তিনি নিজের কৃষিজমি দেখাশোনা করছিলেন।

তিনি জানান, তাদের  ৪০ বিঘার পেয়ারা ও মাল্টা বাগানের মধ্যে প্রায় ২০ বিঘা জমির চারপাশে থাকা তারকাটার বেড়া কে বা কারা রাতের আধারে চুরি করে নিয়ে গেছে।

চুরি হওয়া তারকাটার অনুমান দাম দুই লাখ ৫০ হাজার টাকা। 

শুধু তাই নয়, বাগান থেকে চোর চক্রের সদস্যরা দেড় লক্ষ টাকার  পেয়ারা চুরি হয়েছে।

, যা  তার  জন্য বিশাল  আর্থিক  ক্ষতি।  স্থানীয়দের ধারণা, স্বামীর অনুপস্থিতির সুযোগে সংঘবদ্ধ চোরচক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে।

বুলবুলি খাতুন বিষয়টি নিয়ে খোঁজখবর ও পারিবারিক আলোচনা শেষে থানায় অভিযোগ দায়ের করেন।

একই দিনে দুটি চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্তের মাধ্যমে চোরচক্রকে শনাক্ত করতে কাজ করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *