জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছেন।
এছাড়া, অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় ১২ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি সদস্যরা করেন।
রোববার রাত ১১ টা থেকে ও সোমবার সকাল সাড়ে ৬ টা পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যা এ অভিযান পরিচালনা করেন।
জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা রোববার রাত ১১ টার দিকে হরিহরনগর মাঠে মাদক ও চোরা চালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় তারা একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এদিকে সোমবার সকাল ৬.৪০ মিনিটের সময় মহেশপুর উপজেলার যাদবপুর বিওপি ক্যাম্পের সদস্যরা কানাইডাঙ্গা গ্রামের ভুট্টা ক্ষেতে গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরী ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
একদিন রাত তিনটার দিকে যাদবপুর বিওপি ক্যাম্পের সদস্যরা পারগোপালপুর মাঠের একটি ধান ক্ষেতে অভিযান পরিচালনা করে ২৪ ভারতীয় মদ ও ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
অন্যদিকে একই দিন ভোর সাড়ে ৪ টার দিকে নিমতলা বিওপি ক্যাম্পের সদস্যরা নতুনপাড়া পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এ সময় তারা ৪৭ বোতল ভারতীয় মদ ও ২৪বোতল ফেনসিডিল উদ্ধার করেন। মাদক দ্রব্য আটকের এসব ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক কিংবা সনাক্ত করতে পারেনি।
এ সময় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
একই দিনে, মাটিলা, বাঘাডাংগা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপি’র নিয়মিত টহলের সময় বিজিবি সদস্যরা
অবৈধ ভাবে ভারতে অনুপুবেশ কালে ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়, সীমান্ত এলাকায় অবৈধ মাদক চোরাচালান ও অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তারা দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।