ঝিনাইদহে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম  আজহারুল  ইসলামের মুক্তির  দাবিতে  ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আলী আজম মোঃ আবু বকর, সেক্রেটারি আব্দুল আওয়াল,

শিবিরের ঝিনাইদহ জেলা সভাপতি মনিরুল ইসলাম, শহর সভাপতি মেহেদী হাসান রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামসহ কারাবন্দী সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায়, আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, সরকার রাজনৈতিক

উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের নেতাদের কারাগারে বন্দী করে রেখেছে।

এটা জনগণের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তারা অবিলম্বে এসব অন্যায় বন্ধের দাবি জানান।

বিক্ষোভ ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ টি এম আজহারুল ইসলামসহ আটক নেতাদের মুক্তির দাবিতে দেশব্যাপী আরও কর্মসূচি ঘোষণা করা হবে

এবং গণআন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *