আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিগ্ধা রানী দাস আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন ও উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান।
এছাড়াও স্থানীয় কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভা শেষে অতিথিরা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
মেলাটি কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতি সম্পর্কে জানার একটি দারুণ সুযোগ করে দিয়েছে বলে মত দেন আয়োজকরা।
এই কৃষি প্রযুক্তি মেলা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, মেলাটি কৃষিতে উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।