আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহে জেলা বিএনপির আয়োজিত এক বিশাল সমাবেশে বিএনপির উপদেষ্টা মণ্ডলির সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, “নির্বাচন নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না।”
তিনি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং তা করবে নির্বাচিত সরকার। বর্তমান সরকার ব্যর্থ হলেও আমাদের ব্যর্থতা চলবে না।”
মঙ্গলবার ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইন-শৃঙ্খলার উন্নতি,
নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবিলার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি এম. এ. মজিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল খায়ের ভূঁইয়া।
এছাড়াও কেন্দ্রীয় বিএনপির নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, মীর রবিউল ইসলাম,
আমিরুজ্জামান খান শিমুল এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আব্দুল মজিদ, মুন্সি কামাল আজাদ পান্নু প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশটি পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বিএনপি জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করবে এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবে।
তিনি বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, এ পরিকল্পনার মাধ্যমে জনগণ উপকৃত হবে।
বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি।
সমাবেশে ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলা থেকে বিএনপিও
এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
পুরো সমাবেশস্থল নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরে দাবি করেন,
অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না হলে জনগণ কঠোর আন্দোলনে নামবে।