কালীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কৃষকের ফসল নষ্ট, থানায় অভিযোগ

 

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:_

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক কৃষকের এক বিঘা জমির পটল ও রসুন নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জাহিদুল ইসলামের ১ বিঘা জমিতে পটল ও রসুনের চাষ ছিল। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ওই জমিতে ঘাসমারা কীটনাশক স্প্রে করে। এতে জমির সমস্ত ফসল পুড়ে নষ্ট হয়ে যায়।

মাত্র এক সপ্তাহ পরই পটল তোলার কথা ছিল, এমন সময় এ ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। একইসঙ্গে জমিতে থাকা সাথী ফসল রসুনও নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল ইসলাম বলেন, “আমার এক বিঘা জমির ধরন্ত পটল ও রসুন গাছ ঘাসমারা কীটনাশক দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

তবে কারা এই কাজ করেছে, তা আমি জানি না। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

পুলিশের কাছে অনুরোধ, তারা যেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “কৃষক জাহিদুল ইসলামের জমিতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে।

আমরা এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় কৃষকের পরিবারসহ স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *