আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ানোর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে রাখা একটি স্কুল ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ার ঘটনায় তিনি এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছেন।
ঘটনার বিবরণ
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনাটি ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় দু’দিন পর বুধবার।
যা অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
স্থানীয়দের দাবি, ওইদিন সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে ২ হাজার টাকা হারিয়ে যায়।
টাকা খুঁজে না পেয়ে তিনি কবিরাজের কাছ থেকে চাল পড়া নিয়ে এসে বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে খাওয়ান।
শিক্ষার্থীদের বক্তব্য
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, “ম্যাডামের ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ার পর তিনি চাল পড়া আনেন এবং আমাদের সবাইকে তা খাওয়ান।”
স্থানীয়দের প্রতিক্রিয়া
স্থানীয় বাসিন্দা হারুন বলেন, “একজন শিক্ষকের টাকা হারানোর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের এভাবে চাল পড়া খাওয়ানো সম্পূর্ণ অযৌক্তিক।
এতে কোমলমতি শিক্ষার্থীরা ভয় পেয়ে গেছে এবং অনেকেই স্কুলে যেতে চাইছে না।”
ঘটনাটি জানাজানি হলে অভিভাবকরা স্কুলে গিয়ে শিক্ষিকার সঙ্গে কথা বলতে চাইলেও তাকে পাওয়া যায়নি। তারা মনে করেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ অনভিপ্রেত।
শিক্ষিকা ও প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি বলেন,
“টাকা চুরির ঘটনায় অন্যান্য সহকর্মীদের সাথে আলাপ করেই শিক্ষার্থীদের চাল খাওয়ানো হয়। তবে সেটি চাল পড়া ছিল না।”
পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফজিলা পারভীন বলেন,
“আমি শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ানোর বিষয়টি শুনেছি। তবে এটি সত্যিই কবিরাজের কাছ থেকে আনা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নই।”
প্রশাসনের হস্তক্ষেপ
ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা জানান, “এমন একটি ঘটনা লোকমুখে শুনেছি। বিষয়টি তদন্ত করতে একজন শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই দ্রুত সঠিক তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।