ঝিনাইদহে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারটান প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক (অ. দা) রেহেনা আকতার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান প্রধান কার্যালয়ের অধ্যক্ষ ড. জালাল হোসেন, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারটান ঝিনাইদহের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন

সেমিনারে সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও কর্মী ও পুষ্টিবিদসহ মোট ৫০ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

আলোচনায় মাতৃস্বাস্থ্য, শিশুদের পুষ্টি ও সকলের জন্য সঠিক পুষ্টি সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।

বক্তারা সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টির গুরুত্ব ও এর বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সেমিনারের মাধ্যমে সমাজে পুষ্টি বিষয়ক জ্ঞান ছড়িয়ে দেওয়া সম্ভব হবে এবং জনগণের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *