ঝিনাইদহে শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-

শিক্ষা সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে সকলের  জন্য  সহজলভ্য  করার লক্ষ্যে ঝিনাইদহে আশার শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী শহরের ফুডসাফারি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক।

এছাড়া কুষ্টিয়া ডিভিশনের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার

অরবিন্দ সরকার এবং টাঙ্গাইলের সিনিয়র এডুকেশন অফিসার আলমগীর হোসেন কর্মশালায় অংশ নেন।

দিনব্যাপী এ কর্মশালায় ৩৫ জন শিক্ষা সুপারভাইজারকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে শিক্ষা কর্মসূচির গুণগত মান বৃদ্ধি, দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা শিক্ষার উন্নয়নে সুপারভাইজারদের ভূমিকা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময় ও মতামত প্রকাশের সুযোগ পান, যা তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *