আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ প্রতিনিধি:-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।
২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর পুলিশ বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ।
মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জাতীয় নাগরিক কমিটি, গণঅধিকার পরিষদ,
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান,
সাধারণ সম্পাদক রাজিব হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
অপরদিকে সদর উপজেলার বিষয়খালী কেন্দ্রীয় শহীদ মিনারে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়া জেলার ছয়টি উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তারা শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র্যালি, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ শহীদ মিনারের পাদদেশে সমবেত হন।
দিনভর নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ করা হয়।