জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কৃষিস ম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার ও জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন,জীবননগর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আরিফ হোসেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মেলার বিভিন্ন কৃষি ভিত্তিক স্টল ঘুরে ঘুরে দেখেন।
এবারের মেলায় বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নতমানের কৃষি উপকরণ ও চাষাবাদ পদ্ধতির ওপর বিভিন্ন স্টল বসেছে।
এসব স্টলের প্রদর্শনী স্থানীয় কৃষক ও আগ্রহী দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা আশা করছেন।
এ মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়ে কৃষি উৎপাদনে নতুন মাত্রা যোগ করবেন।