ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারো বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত হয় দিপকের হোটেল থেকে।
মুহূর্তের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এতে দিপক, কলিম ও বিসমিল্লাহ হোটেল, বিপ্লবের মুদির দোকান, বিদ্যুৎ ইলেকট্রনিক,
অনিক ও সুমনের ফলের দোকান, রুহুল ও নাছিমের চায়ের দোকান এবং শচিনের সেলুন সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুল করিম জানান, তিনি ঢাকায় যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন।
তখনই তিনি দিপকের হোটেল থেকে আগুনের সূত্রপাত দেখতে পান।
সঙ্গে সঙ্গে তিনি ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মুকুল হোসেন জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন বলে জানান।
স্থানীয় ব্যবসায়ীরা এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার দাবি জানিয়েছেন।