আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জিবিজে আফসার উদ্দিন দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকরামুল হক।
মাদ্রাসার সভাপতি ও সাবেক অধ্যাপক মাওলানা অলিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা ইলিয়াসুর রহমান। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক ফারুক হোসেন, আলী মুনসুর, ডাঃ কবির হোসেন, ডাঃ ছামাউলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন হাফেজ মিজানুর রহমান, হাফেজ হাবিবুর রহমান এবং দশম শ্রেণির ছাত্রী মোছাঃ রিম্পা খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আসাদুল ইসলাম,বিএনপি নেতা মিরাজ হোসেন, সাংবাদিক রোকনুজ্জামান,
সাংবাদিক শওকত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান মিলন।
বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়, যেখানে উপস্থিত সকলে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার জন্য প্রার্থনা করেন।