ঝিনাইদহ ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী ঝিনাইদহ ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নবগঠিত নির্বাহী পরিষদের পরিচিতি সভা  অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে পৌরসভার টেনিস গ্রাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান।

ক্লাবের  অডিট  অফিসার  ও আজীবন  সদস্য মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান,

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং চলতি বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়।

পরবর্তীতে নবগঠিত নির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্য ও অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *