চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে মোঃ হৃদয় (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর
এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্স ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১১:৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঁঝাডাঙ্গা ঈদগাহপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন।
সাং-ঝাঁঝাডাঙ্গা (ঈদগাহ পাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার বাড়ির উঠান থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দর্শনা থানা পুলিশ জানিয়েছে।