জীবননগর পুরাতন চাকলায় ভাগ্নের হাতে  নির্মম হামলার শিকার মামা এনামুল হক: নিরাপত্তাহীনতায় পরিবার

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের পুরাতন চাকলা গ্রামে প্রতিপক্ষ ভাগ্নের হাতে নির্মম

হামলার শিকার হয়েছেন মামা এনামুল হক(৫২)।ঘটনাটি সোমবার সকাল ১০ টার দিকে সংঘটিত হয়েছে।

এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

 লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,সোমবার সকাল ১০টার দিকে একনামুল হক তাহার গ্রামের জনৈক আবু কালামের বাড়ির সামনের রাস্তায় সাইকেলযোগে

যাওয়ার সময় বিনা উস্কানিতে ওয়াইফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।

এরপর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এনামুল হকের মাথা,কপাল ও পিঠে একাধিক স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে।

এ সময় ওয়াইফুল ইসলামের সাথে  একই গ্রামের মোহাম্মদ আলী (৬০),সারমিন আক্তার (২০),

আশাদুল হক (৪০) ও ফেরদৌস (৪৫) একজোট হয়ে এনামুল হকের ওপর পুণরায় হামালা চালিয়ে মারাত্মক ভাবে আহত করে।

এনামুল হকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্ষা করেন। প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, কাজী আজাদ হোসেন ও খাদিজা খাতুন চাঁদনী।

পরে গুরুতর আহত অবস্থায় এনামুল হককে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগকারী হামলার শিকার এনামুল হকের স্ত্রী সেলিনা  বেগম  জানান, হামলাকারীরা  তাদের পরিবারকে পুনরায় হামলার হুমকি দিয়ে যাচ্ছে।

যার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে আহত  এনামুল  হকের অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর  সদর  হাসপাতালে  নেয়ার  প্রস্তুতি  চলছে।ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করাহয়েছে।

রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম বলেন,ঘটনার ব্যাপার উভয়পক্ষ নিজেরা নিজেরা।

এনামুল হক এবং ওয়াইফুল ইসলাম পরস্পর আপন মামা-ভাগ্নে।

তাদের মধ্যে ইতিপু্র্বের ঘটনা রোববার নিস্পত্তি হওয়ার  পর  সোমবার  সকালে  হামলার ঘটনা দু:খজনক। তারপরও ভাগ্নে মামাকে মারবে বিষয়টি আরো দু:খজনক।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *