গঞ্জেরখবর ডেস্ক:-
রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যৌথবাহিনীর সমন্বিত টহল (কম্বাইন্ড প্যাট্রলিং) পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন,
“অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথবাহিনীর টহল আরও জোরদার করা হবে। প্রয়োজনীয় স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে। জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, এবং খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য মোটরসাইকেল সরবরাহ করা হবে, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে।
সরকারের এই উদ্যোগে সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।