জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তানজিনা ক্লিনিক সিলগালা ও জরিমানা

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার  জীবননগর উপজেলা শহরে  তানজিনা ক্লিনিক  অ্যান্ড  ডায়াগনস্টিক  সেন্টারে   ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানাসহ ক্লিনিকটি সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে জীবননগর পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শাহাজাদী মাহাবুবা মনজুর মৌনা।

অভিযানকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তানজিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা
প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

এ কারণে  ক্লিনিকটির  মালিক  মো. সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনিয়ম দূর না হওয়া পর্যন্ত ক্লিনিকটি সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

এ অভিযানের মাধ্যমে অবৈধ ও অনিয়ন্ত্রিত চিকিৎসাসেবা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান পুনরায় প্রমাণিত হলো।

জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *