জীবননগর অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ওভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২৫, বাংলাদেশ সময় বিকেল ১৬৩৫ থেকে ১৭২৫ ঘটিকা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি)
অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬১/৭-এস এর নিকট সীমান্তের শূন্য রেখায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি, স্টাফ অফিসারসহ মোট ০৯ জন অংশগ্রহণ করেন।
অপরদিকে, বিএসএফ-এর পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট চান্দে রভান ও তাঁর স্টাফ অফিসারসহ মোট ০৮ জন উপস্থিত ছিলেন।
উক্ত সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা বন্ধ করা,
মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকারের মাধ্যমে এই সৌজন্য সাক্ষাৎ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।