বিশেষ প্রতিনিধি :-
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
গত ২৬ ফেব্রুয়ারি, দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা নতুনপাড়া এলাকার রাঙ্গিয়ারপোতা টু শিংনগরগামী সড়কের জনৈক মোঃ আব্দুল জরিপ এর চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়।
অভিযানে পলাতক আসামী মোঃ মধু মিয়া (৩৮), পিতা-মৃত আবুল কাশেম, সাং-রাঙ্গিয়ারপোতা (নতুনপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা
তার ফেলে যাওয়া বাজারের ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।এছাড়া, মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পলাতক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।