ঝিনাইদহ প্রতিনিধি:
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চুরির ঘটনা ঘটেছে। চোরদের দৌরাত্ম্যে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
অভিযোগ রয়েছে, আগের চুরির ঘটনাগুলোর কোনো সুরাহা না হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সটি চোরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা এক রোগী দম্পতির শয্যা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
ভুক্তভোগী আকিদুল ইসলাম জানান, তিনি ও তার স্ত্রী অসুস্থ হয়ে গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে হাসপাতালে ভর্তি হন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাদের শয্যার পাশে রাখা ব্যাগ থেকে চোরেরা নগদ ৬০ হাজার টাকা, একটি চেইন ও দুটি আংটি নিয়ে যায়।
চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।
তিনি বলেন, “আমি ডিলারশিপের ব্যবসা করি। আমরা অসুস্থ থাকায় বিক্রয় প্রতিনিধিরা হাসপাতালে এসে টাকা দিয়ে যান।
গহনার ব্যাগও আমাদের সাথেই ছিল। কিন্তু চোরেরা সেই সুযোগ নিয়ে সব নিয়ে গেছে।” এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন আকিদুল ইসলাম, যিনি চৌগাছা থানার স্বরূপ গ্রামের বাসিন্দা এবং কোটচাঁদপুরে ব্যবসা করেন।
একই রাতে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের রোগী ফারজানা খাতুনের ব্যাগ থেকে চোরেরা এক হাজার টাকা নিয়ে যায়।তিনি জানান, জানালার পাশে