জীবননগর পিয়ারাতলায় জুমার নামাজের সময় মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলা পুরাতন জামে মসজিদের প্রাঙ্গণ থেকে জুমার নামাজের সময় এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. গিয়াস উদ্দিন (৫২) অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর অনুমান ১টার দিকে জুমার নামাজ আদায়ের জন্য পিয়ারাতলা পুরাতন জামে মসজিদে যান গিয়াস উদ্দিন। তিনি তার লাল কালো রংয়ের ডিসকাভার

মোটরসাইকেল-১২৫ সিসি এবং রেজি:-নং-চুয়াডাঙ্গা-হ-১৪_১৯৮৯ মসজিদের বাউন্ডারির ভেতরে রেখে নামাজে অংশ নেন। নামাজ শেষে দুপুর ২টার দিকে মসজিদ থেকে বের হয়ে দেখেন, তার মোটরসাইকেলটি আর সেখানে নেই।

ভুক্তভোগী জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, দুপুর ১:২০ থেকে ১:৪৫ মিনিটের মধ্যে অজ্ঞাত চোর বা চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। স্থানীয়দের অনেকেই এ বিষয়ে অবগত হয়েছেন।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে।

চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে।

তাই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *