ঝিনাইদহ প্রতিনিধি:-
“জয় কিংবা পরাজয় খেলাই শেষ কথা নয়, খেলোয়াড়দের মানসিকতাই আসল”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর
উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় বিবাহিত ক্রিকেট একাদশ ও অবিবাহিত ক্রিকেট একাদশ।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বিবাহিত একাদশ নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রানের বিশাল সংগ্রহ গড়ে।
দলের ব্যাটসম্যানদের দায়িত্বশীল পারফরম্যান্সের ফলে তারা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়।
১৮৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে অবিবাহিত একাদশ ১০ ওভার ৩ বলে ১১০ রান সংগ্রহের পর অল-আউট হয়ে যায়।
ফলে ৭৬ রানের বড় ব্যবধানে বিজয়ী হয় বিবাহিত একাদশ।
খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য বিবাহিত দলের অধিনায়ক রনিকুল ইসলামকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
তিনি একাই ৯ উইকেট শিকার করেন এবং ২০ রান করেন, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রীতি ম্যাচটি উপভোগ করতে এলাকার শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়।
আয়োজকদের মতে, এই ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়া চেতনা ও সৌহার্দ্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।