নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন সুফী শেখ (৩২), তিনি বন্দেখালী গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।
ঘটনার বিস্তারিত:
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্দেখালী গ্রামের ইদ্রিস আলী ও তার ভাই শাকেন আলীর মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে ইদ্রিস আলী বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে শাকেন আলী ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষের একপর্যায়ে প্রতিবেশী সুফী শেখ সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সুফী শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
পুলিশের অবস্থান:
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।
বর্তমান পরিস্থিতি:
হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।