ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক কৃষকের পরিশ্রমের ফসল এক রাতে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের ঈদগা মাঠে দেড় বিঘা জমিতে পেঁপে চাষ করেছিলেন কৃষক ইউনুচ আলী।
তবে বুধবার রাতে দুর্বৃত্তরা ১৬ শতক জমির পেঁপে গাছ কেটে সাবাড় করে দেয়, এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ভুক্তভোগী কৃষক ইউনুচ আলী জানান, তিনি ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত।
চলতি মৌসুমে তিনি ধান, ভূট্টা, ড্রাগন ফল এবং পেঁপের চাষ করেছেন।
প্রতিদিনের মতো বুধবার বিকেলে তিনি তার পেঁপে বাগানে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন।
কিন্তু গভীর রাতে কে বা কারা তার পেঁপে গাছগুলো কেটে চাষাবাদ সম্পূর্ণ নষ্ট করে দেয়।
তিনি আরও বলেন, “আমি অনেক কষ্ট করে এই চাষ করেছি। স্বপ্ন ছিল ভালো দাম পাবো, কিন্তু রাতের আঁধারে সব শেষ করে দিল দুর্বৃত্তরা। আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হলো।”
এ ঘটনায় কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ইউনুচ আলী। বিষয়টি নিশ্চিত করে থানার উপপরিদর্শক (এসআই) হারুন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কৃষকের এই ক্ষতির জন্য কারা দায়ী এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা এখনো জানা যায়নি। তবে এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।