গঞ্জেরখবর ডেস্ক:-
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (NCP) আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই আন্দোলনে শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম।
তিনি দলটির নাম ঘোষণার পাশাপাশি মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করেন। এরপর আখতার হোসেন দলের অন্যান্য শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেন।
দলটির কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছেন
- জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব
- সিনিয়র যুগ্ম সদস্যসচিব: ডা. তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিবা
- প্রধান সমন্বয়কারী: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুগ্ম মুখ্য সমন্বয়ক: আব্দুল হান্নান মাসউদ
- মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল): হাসনাত আবদুল্লাহ
- মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল): সারজিস আলম
আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিশেষ আয়োজন
বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর উপস্থিত সবাই জাতীয় সংগীত পরিবেশন করেন এবং জুলাই অভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন—
- প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ
- দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
- উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
- জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী নুসরাত তাবাসসুম
সবশেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাপনী বক্তব্য দেন এবং আনুষ্ঠানিকতার ইতি টানা হয়।
দলের ভবিষ্যৎ পরিকল্পনা
দলটির নেতারা জানিয়েছেন, তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। নতুন এই দল কবে থেকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করবে এবং তাদের পরবর্তী কর্মসূচি কী হবে, সে বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।