জীবননগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর স্বাগত র‍্যালী

জীবননগর অফিস:

পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াত ইসলাম উপজেলা শাখার উদ্যোগে এক স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ র‍্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তারবিয়াত সম্পাদক মো. জিয়াউল হক, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি

মাওলানা মো. হাফিজুর রহমান, জেলা উলামা সম্পাদক মাওলানা মো. ইসরাইল হোসেন, জেলা পেশাজীবী সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান।

এছাড়া, জীবননগর উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা মো. বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন,

সহকারী সেক্রেটারি মাওলানা মো. সাইদুর রহমান ও মাওলানা মো. আবু বকর সিদ্দিক,

বায়তুল মাল সম্পাদক মো. আসাবুল মল্লিক, আইটি সম্পাদক মো. হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া, জীবননগর পৌর শাখার আমির মাওলানা মো. ফিরোজ হোসেন, সেক্রেটারি ইবরাহিম খলিল, সহকারী সেক্রেটারি আহমদ আলী,

পৌর বায়তুল মাল সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টারসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

স্বাগত র‍্যালিটি জীবননগর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

এতে বক্তারা মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরে সবাইকে রমজানের আদর্শ মেনে চলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *