ঝিনাইদহে অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায়-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার অ্যাথলেটিকস দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার মাধ্যমে জেলার উদীয়মান ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *