জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারের আগে ২.৩৩৫ কেজি ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৭ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামে একটি পরিত্যক্ত গোয়ালঘরে স্বর্ণের চালান লুকিয়ে রাখা হয়েছে বলে গোয়েন্দা তথ্য পায় বিজিবি।
পরে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসানের দিকনির্দেশনায় এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির একটি টহল দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মৃত রমজান আলী খানের ছেলে মো. হারুন (৩৫)-এর বাড়ির কাছাকাছি অবস্থিত একটি পরিত্যক্ত গোয়ালঘরে তল্লাশি চালানো হয়।
বিজিবি সদস্যরা দেখতে পান, ঘরের ভেতর ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপে মোড়ানো দুটি প্যাকেট লুকানো রয়েছে। উদ্ধারকৃত প্যাকেট খুলে দেখা যায়, কালো স্কচটেপে মোড়ানো ৪টি স্বর্ণের বার রয়েছে, যার মোট ওজন ২.৩৩৫ কেজি।
স্বর্ণ পাচারের মূল হোতা পলাতক
বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মো. হারুন কৌশলে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের চেষ্টা চালাচ্ছে।
উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২.৮৪ কোটি টাকা
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২,৮৪,৩০,১৫০/- (দুই কোটি চুরাশি লাখ ত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।
এ বিষয়ে বিজিবির নায়েক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেছেন।
জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তাদের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।