ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেটকারের ধাক্কায় দাউদ হোসেন (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দাউদ হোসেন উপজেলার ৫নং এলাঙ্গী ইউনিয়নের রাংগিয়ার পোতা গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিক্ষক মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন।
পথে তালেশ্বর বাজার এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।