ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-

পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের অর্ধশতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালিত হয়।

সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, “এই মহতী উদ্যোগ বাস্তবায়নে অনেকের অবদান রয়েছে-কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন।

সকলের প্রতি প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে চালিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

সমাজের সকলকে এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আপনারা আমাদের জন্য দোয়া ও সহযোগিতা করবেন, যেন আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।”

প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য সংগঠনের স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *