আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
জাতীয় ভোটার দিবস উপলক্ষে ঝিনাইদহে কর্মসূচির আয়োজন থাকলেও তা যথাযথভাবে পালন না করায় সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
নির্ধারিত র্যালি আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।
পাশাপাশি, আলোচনা সভা অনুষ্ঠিত হলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম, যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
রোববার সকালে জেলা নির্বাচন অফিসের সামনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
পরে কালেক্টরেট স্কুল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
এছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিয়ুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে, পূর্বঘোষিত র্যালি আয়োজন না করায় এবং জনসাধারণের অংশগ্রহণ কম থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, “ভোটার দিবস কেবল আনুষ্ঠানিকতার জন্য নয়, এটি নতুন ও তরুণ ভোটারদের সচেতন করার বড় সুযোগ।
কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে এবারের আয়োজন প্রাণহীন হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে ভোটার দিবস যথাযথভাবে পালন করা জরুরি।
কিন্তু এবারের আয়োজন দেখে মনে হয়েছে এটি কেবল নিয়ম রক্ষার একটি অংশ ছিল।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, “আমি নতুন এসেছি, আয়োজনের বিষয়টি বুঝতে পারিনি। তবে আগামীতে যথাযথভাবে পালন করা হবে।”
স্থানীয়রা দাবি করেছেন, ভবিষ্যতে জাতীয় ভোটার দিবসের মতো গুরুত্বপূর্ণ আয়োজন যেন সঠিকভাবে পালন করা হয়,যাতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি পায় এবং গণতান্ত্রিক সংস্কৃতি আরও সুদৃঢ় হয়।