জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুলতলা ঘোলার জোল মাঠের একটি মাল্টা বাগান থেকে হিরো হোন্ডা স্প্লেন্ডার-১০০ সিসি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সংঘটিত হয়েছে।
ভুক্তভোগী মো. আব্দুল আলিম (৫৬) বলেন,মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে আমি আমার নিজস্ব মাল্টা বাগানের পাশে থাকা কুঁড়ে ঘরের সামনে মোটর সাইকেল রেখে অদুরে ধানের জমিতে যাই।
পরে দুপুর সাড়ে ১২ টার ফিরে এসে দেখি যে,
মোটর সাইকেলটি সেখানে নেই। তাৎক্ষণিক ভাবে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও মোটর সাইকেলের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং চোর শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।