জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়
মাদকদ্রব্য ও অবৈধ ভাবে আনা কাপড় উদ্ধার করা হয়েছে।
একই সাথে সীমান্ত এলাকা থেকে ০৭ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ০১ জন ভারতীয় নাগরিক এবং ০৬ জন বাংলাদেশী নাগরিক রয়েছেন।
টাস্কফোর্স অভিযানে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার
সোমবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের উদ্যোগে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন ও বাজার এলাকায় একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কাস্টমস, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানে অবৈধভাবে আমদানি করা ৮১টি ভারতীয় শাড়ি ও ৯টি লেহেঙ্গা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য ২,২৬,৪২৫ টাকা।
এদিকে মঙ্গলবার গভীর রাতে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/২২-আর থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে বাঁশবাগানে অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।
অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার একেএম রেজাউল করিম।
এছাড়া, একই দিন ভোর ৬টায় শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/৮-আর থেকে ৫০০ গজ অভ্যন্তরে চাপাতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন হাবিলদার ফরিদুজ্জামান।
একই দিনে পলিয়ানপুর ও খালিশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির নিয়মিত টহলের সময় অবৈধ ভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ০১ জন ভারতীয় নাগরিক ও ০৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ০১ জনকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থায় এবং বাকী ০৬ জনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়কজা নিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।