জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া মসজিদপাড়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধুকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর দুই ছেলেকেও মারধর করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি সোমবার দুপুর দেড়টার দিকে সংঘটিত হয়েছে।
আহত গৃহবধু নাসিমা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে মঙ্গলভার গৃহবধু নাসিমা খাতুন বাড়ী ফিরে গেছেন।
ভুক্তভোগী গৃহবধু নাসিমা খাতুন (৪৫) নামের এক নারী লিখিত অভিযোগে জানান,তার স্বামী ফারুক হোসেন অন্য নারীর ঘরে প্রবেশ করলে তিনি প্রতিবাদ
করেন।
এতে ক্ষিপ্ত হয়ে স্বামীর পক্ষ নিয়ে প্রতিবেশী আলাল (৩৫), মজিবর রহমান (৫৫), হাসিনা খাতুন (৫০), ময়না খাতুন (৪৫) ও রুবেল হোসেন (২২) তাকে
মারধর করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাকে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়।
এই সময় তার ছেলে খালিদ হোসেন ও বাপ্পারাজ এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
পরে নাসিমা খাতুনকে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন। ঘটনার বিষয়টি স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় একটি
লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে গৃহবধু নাসিমা খাতুনের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আলাল উদ্দিন বলেন,আমরা তাদের ওপর হামলা করিনি। বরং তারাই আমাদের ওপর হামলা চালিয়ে আমার মা ও স্ত্রীকে আহত করে। তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে
বাড়ীতে নেয়া হয়েছে। বর্তমানে তারা আমাদেরকে হুমকি ধামকী দিচ্ছে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ওসমান গনি বলেন,ঘটনার বিষয়টি আমি শুনেছি। তবে উভয়পক্ষ রাজি থাকলে বিষয়টি স্থানীয় ভাবে আপস নিস্পত্তি করা যেতে পারে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার বিষয়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।