জীবননগরের উথলীতে সংঘবদ্ধ চোরচক্রের হানা, চুরি গেল একটি মোটরসাইকেল

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের দুঃসাহসিক হানার ঘটনা ঘটেছে।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় চোরেরা একটি লাল-কালো রঙের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল (চুয়াডাঙ্গা হ-১২-২৭৬৭) চুরি করে নিয়ে গেছে।

তবে একই সময় আরও তিনটি মোটরসাইকেল চুরি করতে গিয়ে ব্যর্থ হয় চোরচক্র।

বিশ্বাসপাড়ার বাসিন্দা ইদ্রিস আলী ইদু জানান, সন্ধ্যার সময় তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির গেটের সামনে রেখে ইফতার করতে যান।

পরে মাগরিবের নামাজ শেষে বাজারে যাওয়ার জন্য বের হয়ে দেখেন, মোটরসাইকেলটি আর সেখানে নেই।

আশেপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছেন এবং বৃহস্পতিবার সকালে জীবননগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান।

এছাড়া, একই সন্ধ্যায় উথলী দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে থেকে আরও তিনটি মোটরসাইকেল চুরি করতে গিয়ে ব্যর্থ হয় চোরেরা।

মসজিদে মাগরিবের নামাজ চলাকালীন তারা একটি বাজাজ ডিসকভার, একটি হোন্ডা লিভো ও একটি হিরো স্প্লেন্ডার চুরি করার চেষ্টা করে।

তবে স্থানীয় এক ব্যক্তি ঘটনাটি দেখে ফেলায় চোরচক্র পালিয়ে যায়।

দক্ষিণপাড়ার বাসিন্দা হাফিজুর রহমান হাফিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমার হিরো স্প্লেন্ডারসহ মোট তিনটি মোটরসাইকেল চুরি করতে এসেছিল চোরেরা।

কিন্তু সৌভাগ্যবশত একজন দেখে ফেলায় তারা পালিয়ে যায়। আমরা তখন সবাই মসজিদে নামাজে ছিলাম।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উথলীসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *