জীবননগর আশতলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারকীয় হামলা: নারী নির্যাতন ও লুটপাটের অভিযোগ

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আশতলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারকীয় হামলা চালিয়েছে প্রতিপক্ষরা হামলায় নারী নির্যাতন, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সংঘটিত হয়েছে।

ভুক্তভোগী মো. লিটন হোসেনের অভিযোগের ভিত্তিতে জানা যায়, তার তিন বছরের শিশু সন্তান মুরসালিন একটি ছাগলকে আঘাত করলে ছাগলের মালিক শহিদুল ইসলাম (৫০)

উত্তেজিত হয়ে শিশুটিকে দুই পা ধরে শূন্যে তুলে ঘোরাতে থাকে। শিশুর মা আছিয়া খাতুন ঝরনা প্রতিবাদ করলে অভিযুক্ত শহিদুল ইসলামসহ তার সহযোগীরা তাকে বেধড়ক মারধর করে।

নারী নির্যাতন ও স্বর্ণালঙ্কার ছিনতাই
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আছিয়া খাতুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার গলার আট আনা ওজনের স্বর্ণের চেইন  ছিনিয়ে নেয়।

শ্যালককে হত্যাচেষ্টা ও লুটপাট
এ সময় ঘটনাস্থলে পৌঁছালে লিটন হোসেনের শ্যালক রাসেল হোসেনকেও হামলার শিকার হতে হয়। অভিযুক্ত সুমন হোসেন ধারালো অস্ত্র দিয়ে রাসেলের মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

হামলাকারীরা তার পকেট থেকে ব্যবসার  এক লাখ ৭৫ হাজার ৭৭২ টাকা লুট করে নেয় এবং গলায় থাকা স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়।

প্রতিবাদ করতে গিয়ে গুরুতর আহত জুবায়ের হোসেন
প্রতিবেশী জুবায়ের হোসেন এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত মেহেদী হোসেন ধারালো অস্ত্র দিয়ে জুবায়েরের মাথায় কোপ দেয়, যার ফলে তিনি মারাত্মকভাবে আহত হন।

চিকিৎসাধীন আহতরা
আহত রাসেল হোসেন ও জুবায়ের হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা রাসেলের মাথায় ৮টি সেলাই এবং জুবায়েরের মাথায় ৫টি সেলাই দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
স্থানীয় সাক্ষীরা জানান, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং ভুক্তভোগীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। হামলার সময় তাদের আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

প্রশাসনের হস্তক্ষেপের দাবী
ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *