ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ১৩’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এই উপকরণ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে উপকরণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীবসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, গ্রীষ্মকালীন মুগ ডাল ও তিলের আবাদ বাড়াতে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৮০০ কৃষকের প্রত্যেককে
৫ কেজি উন্নতজাতের মুগ ডালের বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার এবং ৫৫০ কৃষকের প্রত্যেককে ১ কেজি গ্রীষ্মকালীন তিলের বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার দেওয়া হয়।
কৃষি বিভাগ আশা করছে, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।