আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া রেলগেট এলাকার রেললাইনের পাশে পড়ে থাকা চল্লিশোর্ধ এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপাড়া রেলগেট থেকে প্রায় ২০০ গজ দূরে মাঠের মধ্যে রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে সন্দেহ রয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।”
এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন।
পুলিশ দ্রুত নিহতের পরিচয় শনাক্ত করে মৃত্যুর কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।