ঝিনাইদহে অবৈধ শীশা কারখানায় চলছে বিষাক্ত শীশা উৎপাদন, পরিবেশ ও প্রাণিকুল হুমকির মুখে

ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহ জেলার বৈডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায়, পুরাতন স্টার ইটভাটার ভেতরে অবৈধভাবে পরিচালিত একটি শীশা কারখানায় নিয়মিত বিষাক্ত শীশা উৎপাদন চলছে।

স্থানীয়দের অভিযোগ, মশিয়ার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এ কারখানাটি পরিচালনা করে আসছেন, যা পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

প্রতিবেশীদের দাবি, কারখানাটির বিষাক্ত বর্জ্যের কারণে আশপাশের এলাকায় পরিবেশ দূষিত হচ্ছে এবং ইতিমধ্যে একাধিক গৃহপালিত পশুর মৃত্যু ঘটেছে। বিষাক্ত রাসায়নিকের প্রভাবে কৃষিজমি, জলাশয় ও বায়ুমণ্ডলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয় জনগণ দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে, যাতে এ ধরনের অবৈধ ও প্রাণঘাতী কার্যক্রম বন্ধ করা যায়।

আমরা ঝিনাইদহ জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তরের প্রতি অনুরোধ জানাই, দ্রুত তদন্ত করে অবৈধ এই শীশা কারখানার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন, যাতে পরিবেশ ও সাধারণ মানুষের ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি না পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *